Collection: নদীর মাছ

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই দেশে প্রবাহমান নদীর সংখ্যা ৫০০ এর উপরে। তার মধ্যে পদ্মা, মেঘনা ও যমুনার মাছ খুবই বিখ্যাত। আমাদের সংগ্রহ করা বেশিরভাগ মাছই মেঘনা নদীর। পাশাপাশি পদ্মা ও যমুনা নদীর কিছু মাছও আমরা ঢাকায় এনে থাকি। অনেক মাছ যা শহরের মানুষ ভুলতে বসেছে, যা হয়তো আপনি ছোটবেলায় খেয়েছেন সেইসব মাছ আমরা আবার আপনাদের জন্য নিয়ে এসেছি। নদীর ক্যাটাগরিতে কিছু হাওরের মাছও পাবেন। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণা মিলে বিশাল হাওর অঞ্চল। হাওরের পাওয়া দেশি মাছগুলো সবই ন্যাচারাল। নন ফ্রোজেন, টাটকা দেশি মাছের স্বাদ নিতে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।